Published : 18 Oct 2024, 12:49 AM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আগুনে পোড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
বুধবার মধ্যরাতে তারা দুজন উপজেলার রতনপুর এলাকায় অগ্নিদগ্ধ হন। পরে তাদেরকে গুরুতর অবস্থায় রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সকালে মেয়ে মোর্শেদা বেগম এবং রাত ৮টায় মা ফুলজান বেগম মারা যান বলে জানান কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ।
ফুলজান বেগম (৪০) নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুরা এলাকার মুকুল আলীর স্ত্রী এবং মোর্শেদা বেগম (২২) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সদর এলাকার তানভীর আহাম্মেদের স্ত্রী।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, ৫ বছর আগে মোর্শেদা ও তানভীরের বিয়ে হয়। তারা কোনো কাজ করেন না। ফুলজান বেগম একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। সেই সুবাদে তিনজন রতনপুরে মো. পারভেজের বাসায় ভাড়া থাকতেন।
পারিবারিক কলেহের জের ধরে কয়েক মাস ধরে তানভীর স্ত্রী ও শাশুড়ির সঙ্গে থাকতেন না। এর মধ্যে তিনি খবর পান স্ত্রী তাকে তালাক দিয়েছেন।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলছিলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তানভীর পেট্রোল ঢেলে তার স্ত্রী ও শাশুড়ির গায়ে আগুন দিয়ে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
বাড়ির মালিক মো. পারভেজ বলেন, “আমরা তিনতলায় থাকি। তারা থাকেন টিনশেড রুমে। রাতে চিৎকার শুনে গিয়ে দেখি দুইজন দ্বগ্ধ হয়েছেন। এ সময় চিৎকার করে মোর্শেদা বারবার বলছিলেন, তার স্বামী আগুন দিয়েছেন।”
পুলিশ জানায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।