Published : 19 May 2025, 09:57 AM
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় মধ্যরাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার রাত ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) নতুন জোনের চন্দ্রাগামী পথে লাব্বাইক পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, “বাসটি মহাসড়কের পাশে ছিল। তবে বাসে কোনো যাত্রী কিংবা স্টাফ ছিল না। আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে নেয়।
“ঘটনাস্থলের পাশেই ফায়ার স্টেশন হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে বাসের সব আসন পুড়ে গেছে।”
তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির জানালা দিয়ে কেউ হয়ত সিগারেট বা এমন কিছু ফেলেছিল, যার কারণে আগুন লেগেছে।