Published : 25 Dec 2023, 07:24 PM
ফেনী সদর উপজেলায় রেললাইনের ফিসপ্লেট খুলে নাশকতার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে উপজেলার ফাজিলপুর এলাকায় ১২টি ফিশপ্লেট খুলে ফেলা হয় বলে ফেনী আনসার ভিডিপির পরিচালক মো. জানে আলম সুফিয়ান জানান।
ঘটনাটি টের পেয়ে দায়িত্বরত আনসার সদস্যরা ধাওয়া করলে তিন যুবক পালিয়ে যায় বলেও জানান পরিচালক।
ফাজিলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মেহেদী হাসান বলেন, “১২টি স্লিপারের ফিসপ্লেট ক্লিপ খোলায় ট্রেন চলাচলে তেমন অসুবিধা হবে না। তারপরও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন বলেন, “ক্লিপ খোলার বিষয়টি জিআরপিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখনও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত জায়গা ঠিক করতে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফেনী আনসার ভিডিপির পরিচালক মো. জানে আলম সুফিয়ান আরও বলেন, নাশকতা ঠেকাতে সারদেশের মতো ফেনী জেলার ২৮ কিলোমিটার রেলপথে ১১০ জন আনসার সদস্য দিন-রাতে পালাক্রমে নিয়মিত টহল দিচ্ছে। সোমবারে রেললাইন থেকে ১২টি ক্লিপ খোলায় ঘটনায় ওই স্থানে আরও টহল বাড়ানো হয়েছে।