Published : 06 Apr 2023, 06:34 PM
জমি নিয়ে বিরোধের জেরে এক যুক্তরাষ্ট্র প্রবাসীকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার একটি আদালত।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের লিপি আক্তার, রহমত উল্লাহ ওরফে রনি, কামাল হোসেন, তাজুল ইসলাম ও সজীব মিয়া।
এদের মধ্যে লিপি আক্তার ও সজীব পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় অপর তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
হত্যাকাণ্ডের শিকার প্রবাসী আকবর হোসেন ওরফে বাবুলও একই এলাকার বাসিন্দা ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন মামলার বরাতে জানান, ২০১৭ সালের ১ অগাস্ট নোয়াখালী-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে কুমিল্লার লাকসাম অংশের মুদাফফরগঞ্জে একটি ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায় লাশটি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের প্রবাসী আকবর হোসেনের। পরে ফেইসবুকে লাশের ছবি দেখে পরিচয় শনাক্ত করেন তার স্ত্রী ফাতেমা বেগম।
আইনজীবী জাহিদ জানান, এ ঘটনায় কুমিল্লার লাকসাম থানার এসআই শেখ মিল্টন রহমান বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
আসামিদের মধ্যে তাজুল ইসলাম ছাড়া অন্য চারজন আদালতে স্বীকারোক্তি দেন। মামলায় ১৬ জন সাক্ষ্য দিয়েছেন।