Published : 21 Oct 2023, 01:20 PM
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লীর স্বভাবকবি রাধাপদ সরকারের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
সোমবার এক বিবৃতিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন।
শনিবার নাগেশ্বরী উপজেলার গোদ্ধারের পাড় গ্রামে অশীতিপর রাধাপদের ওপর হামলা চালায় প্রতিবেশী রফিকুল ইসলাম ও কদুর আলী নামের দুই ভাই। এ ঘটনায় পরদিন রাতে রাধাপদের ছেলে জুগল রায় মামলা করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
উদীচীর বিবৃতিতে বলা হয়, দেশের জেলা-উপজলো পর্যায়ে দীর্ঘদিন ধরেই কবি-সাহিত্যিক-সংগীত ও নাট্যশিল্পী-সংস্কৃতিকর্মীদের উপর হামলা করা, ভয়ভীতি দেখানোসহ নানাভাবে সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
রাধাপদ রায়ের ওপর হামলা তারই ধারাবাহিকতা উল্লেখ করে উদীচী বলছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি দেশে অসাম্প্রদায়িক, মৌলবাদবিরোধী সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বাধা দিতে চায়।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)