Published : 15 May 2025, 04:25 PM
গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় গোসল করতে গিয়ে পা পিছলে খালে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের সামনের খালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুবুর রহমান।
মৃত প্রদীপ হাজরা (প্রো) পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের প্রয়াত চিত্তরঞ্জন হাজরার ছেলে।
৪৫ বছর বয়সী প্রদীপ হাজরা জন্মের পর থেকেই মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন তার চাচাতো ভাই কালিদাস হাজরা।
তিনি বলেন, “বৃহস্পতিবার সকালে প্রদীপ হাজরা (প্রো) বাড়ির পাশের খালের কলেজের ঘাটে গোসল করতে যায়। সিঁড়ি থেকে নামার সময় পা পিছলে খালে পড়ে দাপাদাপি করতে থাকে সে।
“তখন খালের ওপার থেকে এক যুবক দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়।”
পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মাহবুবুর রহমান বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। এটা কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করলে পরিবারের লোকজন মৃতদেহটি নিয়ে চলে যায়।”