Published : 25 May 2025, 05:44 PM
১০ দফা দাবিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটে সারাদেশের মত সিরাজগঞ্জে থমকে গেছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা।
রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মবিরতির কারণে শাহজাদপুরের বাঘাবাড়ি ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ ছিল।
প্রতিদিন এই ডিপো থেকে প্রায় ২৫ থেকে ২৭ লাখ লিটার পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন উত্তোলন করা হয়। পরে তা উত্তরাঞ্চলের ১৬টি জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর ও জামালপুর জেলায় জ্বালানি সরবরাহ হয়ে থাকে।
উত্তরাঞ্চল ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বলেন, কমিশন পুনর্নির্ধারণ, লাইসেন্স নবায়নের শর্ত সহজীকরণ, পরিবহন নিরাপত্তা নিশ্চিত করাসহ মোট ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়েছে।
দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন এই শ্রমিক নেতা।