Published : 05 Nov 2024, 09:13 PM
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকা দেওয়ার পরে স্কুলের মধ্যে হঠাৎ সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার দুপুরে ছোট রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে প্রধান শিক্ষক আব্দুল খালেক হাওলাদার জানান।
ওই শিক্ষার্থীরা হলেন- হামিদা, মাইশা, ফাতেমা, মিম, লামিয়া, মিম ও লিমা।
তাদের মধ্যে পাঁচজনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধান শিক্ষক খালেক বলেন, “বেলা ১১টার দিকে কিশোরী ছাত্রীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের টিকা দেওয়া হয়। বেলা ১টার দিকে হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে।
“পরে তাদের দেখাদেখি আরও কিছু শিক্ষার্থী জ্ঞান হারায়। তখন তাৎক্ষণিক তাদের সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।”
শিক্ষার্থীরা খিচুনি, বমি ভাব ও বুকে ব্যথা অনুভব করায় তাদের ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমী আক্তার বলেন, “এটা ভয়ের কিছু নয়। টিকা দেওয়ার পর কিছু সময় বসে থাকা ও পানি পান করা প্রয়োজন ছিল। কিন্তু তারা সেটি করেনি। তাই একটু অসুস্থ হয়ে পড়ে।
“তবে সবাই সুস্থ আছে। রাতের মধ্যে অথবা কাল সকালে তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হবে।”
জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক নারীর মৃত্যুর হয় উল্লেখ করে এ চিকিৎসক বলেন, “এ টিকা নেওয়া জরুরি। যার সুফল তারা পরবর্তী পাবে।”