Published : 14 May 2025, 02:20 PM
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।
বুধবার ভোর ৪টার দিকে শিবচররের মোল্লার বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর হাইওয়ে থানার এসআই তমাল সরকার জানান।
নিহত বাবলুর রহমান (৫০) যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা বলছেন, যশোর থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে এসিতে ত্রুটি দেখা দিলে বাসটি দাঁড় করানো হয়। এ সময় যাত্রীদের অনেকেই বাইরে দাঁড়িয়ে ছিলেন। তখন পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক দ্রুতগতিতে এসে বাসটিকে জোরে ধাক্কা দেয়।
এতে বাবলুর রহমান নামের এক যাত্রী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই তমাল সরকার বলেন, “নিহত ব্যক্তি সৌদি আরব প্রবাসী। সকালে তার ফ্লাইট ছিল। তিনি সৌদি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন। এ ঘটনায় কেউ আহত হন নাই।”
দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।