Published : 09 Jun 2025, 08:10 PM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সোমবার দুপুরে আবিদ হাসান লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান।
এদিকে হামলার ঘটনায় উপজেলার বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাবুকে বহিষ্কার করেছে সংগঠনটি।
সোমবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শোয়েব হোসেন শান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে, রোববার রাত ৮টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ বাজার তিন রাস্তার মোড়ে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে বসে চা পান করছিলেন সাংবাদিক আবেদ। এ সময় বলড়া গ্রামের রেজাউল করিম বাবু (২৫), নাজমুল (২৮), অমিত (২২), পিপুলিয়া গ্রামের অনিক (২২) সহ আরো ৩০-৪০ জন দোকানে সামনে আসেন।
এ সময় নাজমুল সাংবাদিক আবেদকে মেরে ফেলার হুমকি দেন। অমিত, অনিক তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। তাকে বাঁচাতে এগিয়ে এলে শাকিল মোল্লা (৩৪) নামের এক যুবক আঘাতপ্রাপ্ত হন।
অভিযোগে বলা হয়, হামলাকারীদের ছাত্রদলের বিভিন্ন মিটিং-মিছিলে দেখা যায়। তারা নিজেদের ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেব।”