Published : 17 Jun 2025, 08:31 PM
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান কারাগারের জেলার মো. কামরুল ইসলাম।
মৃত জুনায়েদ (৩২) সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের হেকমত আলীর ছেলে।
জেলার কামরুল ইসলাম বলেন, জুনায়েদ মাদকাসক্ত ছিলেন। ৪ জুন পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে কারাগারে পাঠায় আদালত।
সকালে জুনায়েদ অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।
মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান জেলার কামরুল ইসলাম।