Published : 21 Oct 2024, 11:34 PM
যশোরে ডিম উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে আফিল অ্যাগ্রোকে এক লাখ টাকা এবং চাঁদ ফিডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জানান।
জেলা প্রশাসক বলেন, আফিল অ্যাগ্রো ও চাঁদ ফিড সরকার নির্ধারিত দরে ডিম বিক্রি করছে না। তারা উৎপাদন করছে কিন্তু বাজারে সরবরাহ না করে নিজেরাই খুচরা দামে বিক্রি করছে। এ কারণেই বাজারে ডিমের সংকট দেখা দিচ্ছে।
“বাজারে সরকারের বেঁধে দেওয়া দামেই ডিম বিক্রি করতে হবে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত আমাদের অভিযান চলবে।”
এদিন শহরের বড়বাজারেও অভিযান চালানো হয়। সেখানে ‘মায়ের দোয়া’ নামে একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা এবং ‘আনিস এন্টারপ্রাইজ’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে চেষ্টা করেও আফিল অ্যাগ্রো ও চাঁদ ফিডের কারো বক্তব্য পাওয়া যায়নি।