Published : 30 May 2025, 04:27 PM
খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীতে প্রবল স্রোতে তলিয়ে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
শুক্রবার সকালে জেলার দীঘিনালার মাইনী নদীর বাবুছড়া অংশে এ ঘটনা ঘটে বলে বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা জানিয়েছেন।
নিখোঁজ ৫৫ বছর বয়সী তড়িৎ চাকমা কেতুচন্দ্র কার্বারি পাড়ার বাসিন্দা নন্দ লাল চাকমার ছেলে।
ইউপি চেয়ারম্যান গগন বলেন, “সকালে তড়িৎ মাইনী নদীতে লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় ভেসে একটি আসা লাকড়ি তুলতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যান তিনি। তাকে উদ্ধার করার জন্য স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন নদীতে প্রচুর পানি এবং স্রোত। স্থানীয়রা দুইটি দেশী বোট নিয়ে উদ্ধার চেষ্টা চালাচ্ছে।
“এছাড়া স্থানীয় ফায়ার সার্ভিসে ডুবুরি দল না থাকায় রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি রওনা হয়েছে। তারা বাবুছড়ায় পৌঁছানোর পর উদ্ধার তৎপরতা শুরু করবেন।”