Published : 26 Feb 2025, 09:55 PM
ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও ‘নারী যাত্রীদের যৌন নীপিড়নের’ ঘটনায় শহিদুল ইসলাম মুহিতকে আবারও রিমান্ডে দিয়েছে আদালত।
বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে মির্জাপুর আমলি আদালতে হাজির করেন। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।
শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোসাম্মৎ রুমি খাতুন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) এসআই মো. আহসানুজ্জামান।
১৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ‘নারী যাত্রীদের যৌন নিপীড়নের’ অভিযোগ পাওয়া যায়। ঘটনার তিন দিন পর ২০ ফেব্রুয়ারি রাতে মির্জাপুর থানায় ওমর আলী নামে এক যাত্রী বাদী হয়ে মামলা করেন।
বাসে ডাকাতি ও নিপীড়ন: 'মূল পরিকল্পনাকারী' ও তার ভাই রিমান্ডে
২১ ফেব্রুয়ারি মুহিতসহ তিনজনকে ঢাকার সাভারের গেন্ডা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মুহিতকে ৫ দিনের রিমান্ডে এনেছিল গোয়েন্দা পুলিশ।
অপর দুজন মো. সবুজ ও শরিফুজ্জামান ওই দিনই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
সোমবার আলমগীর শেখ ও রাজিব শেখ নামক দুইজনকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের রিমান্ডে নেয় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা আহসানুজ্জামান বলেন, “রিমান্ডের সময় আসামি আলমগীর শেখের সামনে মুখোমুখি করে মুহিতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করতে হবে। তাই দ্বিতীয় দফা রিমান্ড চাওয়া হয়।”
পুরানো খবর
চলন্ত বাসে ডাকাতি-যৌন নিপীড়নের ঘটনায় দুই সহোদর গ্রেপ্তার
বাসে ডাকাতি-নিপীড়ন: লুটের মোবাইল দিয়ে গাঁজা কিনেই ধরা
চলন্ত বাসে ডাকাতি-'যৌন নিপীড়ন': গ্রেপ্তার ২ যুবকের 'স্বীকারোক্তি'
চলন্ত বাসে ডাকাতি-যৌন নিপীড়নের ঘটনায় দুই সহোদর গ্রেপ্তার
বাসে ডাকাতি-নিপীড়ন: লুটের মোবাইল দিয়ে গাঁজা কিনেই ধরা
রাজশাহীগামী বাসে ডাকাতি-যৌন নিপীড়ন: সাভারে গ্রেপ্তার ৩