Published : 22 Apr 2023, 12:22 PM
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে কয়েক লাখ মানুষের অংশগ্রহণে ঈদের জামাত হয়েছে।
২২ একরের বিশাল এই ঈদগাহ মাঠে শনিবার সকাল ৯টায় ঈদের নামাজ হয়। ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাসেমী।
প্রায় ১০ লাখ মানুষ ধারণ ক্ষমতার এই ঈদগাহ মাঠে গত ২০১৭ সাল থেকে একসঙ্গে কয়েক লাখ মানুষ ঈদের নামাজ আদায় করে আসছেন।
মাঠ কমিটির কর্মকর্তাদের ভাষ্য, এবার ৫ লাখের বেশি মানুষ এ ঈদ জামাতে অংশ নিয়েছেন।
বিচারপতি ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এ মাঠেই ঈদের নামাজ পড়েন।
নামাজ শেষে দেশ ও জাতির ঐক্য, শান্তি ও সমৃদ্ধিসহ বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজত করা হয়।
নামাজ শুরুর আগে দুয়েক ফোটা বৃষ্টি হলেও নামাজের সময় বৃষ্টি বিড়ম্বনায় ফেলেনি। তবে আকাশ ছিল পুরোপুরি মেঘলা। শীতল আবহাওয়ায় শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করতে পেরে সবাই খুশি।
শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে জামাতের জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরপাত্তার ব্যবস্থা ছিল।
মাঠের বিভিন্ন প্রবেশদ্বারের আগে নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়।