Published : 13 Oct 2022, 03:21 PM
কক্সবাজার শহরে এক ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ নিজের নির্মাণাধীন ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তার দুই বন্ধুকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের পশ্চিম ঘোনারপাড়া ট্যাংকির পাহাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান।
নিহত মোহাম্মদ ওসমান (২৮) ওই এলাকার নূর আহমদের ছেলে। তিনি কক্সবাজার শহরের হাসপাতাল সড়কে একটি ফলের দোকান চালাতেন।
আটকরা হলেন-একই এলাকার মো. সুন্দর আলী ও মোহাম্মদ ইউছুপ।
পরিদর্শক সেলিম বলেন, “সকালে ওসমানের নির্মাণাধীন পাকা ঘরে বাতি জ্বলতে দেখে তার ভাগিনা মো. শামীম। এ সময় সে জানালা দিয়ে উঁকি দিলে ওসমানকে খাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ওসমানের গলাকাটা লাশ উদ্ধার করে।”
নিহতের ভাগিনা মাহিদুল ইসলাম মানিক বলেন, বুধবার রাতে দোকান বন্ধ করে মামা বাসায় ফেরেন। পরে তার নির্মাণাধীন ঘরে ৩/৪ জন বন্ধুদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা আড্ডা দেন। এরপর রাত গভীর হলে মামার বন্ধুরা চলে যায়।
“আমার মামার সঙ্গে ব্যবসার লাখ দেড়েকের বেশি টাকা ছিলো। তাকে খুন করার পর হত্যাকারীরা ওই টাকা লুট করে নিয়ে যায়। রাতে আড্ডার সময় সুন্দর আলী ও আমার মামার দোকানের কর্মচারী মো. ইউছুপও ছিলো।
এ বিষয়ে জানতে চাইলে পরিদর্শক সেলিম বলেন, হত্যাকাণ্ডের কারণ জড়িতদের বিষয়ে এখনও পুলিশ নিশ্চিত নয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।