Published : 21 May 2025, 02:47 PM
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে; যিনি দুই মাস ধরে নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার ফাজিলপুর-মুহুরীগঞ্জ চিনকি আস্তানা সেকশন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ফেনী রেলস্টেশনে রেলওয়ে পুলিশের এসআই ইকবাল হোসেন।
নিহত মো. সালমান (১৮) উপজেলার শুভপুর ইউনিয়নের জয় চাঁদপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি দুই মাস ধরে নিখোঁজ ছিলেন বলে জানান স্বজনরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে অজ্ঞতা পরিচয় এক যুবক ট্রেনে কাটা পড়ের। এতে তারা মাথা, দুই হাত ও এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে খবর পেয়ে রাতে সালমানের স্বজনরা হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন। তবে কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন, তা নির্ধারিত করে বলতে পারেনি রেলওয়ে পুলিশ।
এসআই ইকবাল হোসেন বলেন, বুধবার দুপুরে লাশের ময়নাতদন্তের কাজ চলছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।