Published : 31 May 2025, 12:02 AM
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রাস্তায় আটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রী মারধরের অভিযোগ পাওয়া গেছে। তিনি ঘটনাটি ফেইসবুকে লাইভ করার পর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
শুক্রবার বিকালে উপজেলার ভাবুকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নগরকান্দা থানার ওসি মোহাম্মদ সফর আলী জানান।
‘মারধরের শিকার’ বৈশাখী ইসলাম বর্ষা (১৮) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব।
পরিবারের অভিযোগ, বর্ষার এক স্বজনকে উত্ত্যক্ত করেন সাগর হোসেন নামে যুবক। তিনি বিএনপির কর্মী। বর্ষা সেই যুবকের বিরুদ্ধে শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সেখান থেকে ফেরার পথেই রাস্তায় বর্ষাকে কয়েকজন আটকায়। তারপর তাকে চুল ধরে টেনে মারধর করা হয়।
ঘটনার পর সেখানে দাঁড়িয়েই বর্ষা ফেইসবুক লাইভে এসে তার উপর হামলার কথা জানান।
এ ব্যাপারে জানতে চাইলে নগরকান্দা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল বলেন, “আমি বিষয়টি শুনেছি। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত কিছু জানি না। ঘটনাটি বিস্তারিত জেনে পরে এ ব্যাপারে মন্তব্য করা উচিত হবে।”
এ ঘটনা নিয়ে এখনও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ওসি সফর আলী বলেন, “এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারব।”