Published : 12 Jun 2025, 09:19 PM
শরীয়তপুরে সদ্যঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে নবম দিনের মত বিক্ষোভ করেছে একাংশের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে শরীয়তপুর পৌরসভার শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আফজাল নুর, বাবু সরদার, ইসহাক পান্থসহ পাঁচজন যুগ্ম আহ্বায়ক।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা কমিটি বাতিল করে নুতনভাবে কমিটি দেওয়ার দাবি জানান।
৩ জুন জেলা ছাত্রদলের ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে একাংশের নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, মশাল মিছিল, কাফনের কাপড় পরে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। নতুন এ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তাতে পুলিশ সদস্য, পথচারীসহ ২০ জন আহত হয়েছেন।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ২০২১ সালে জেলা ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর চার বছর জেলায় ছাত্রদলের কোনো কমিটি ছিল না। ৩ জুন কেন্দ্রীয় ছাত্রদল শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করে।
৩৫ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জাকিরকে। তিনি শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী। সদস্যসচিব করা হয়েছে শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল তালুকদারকে।
এ কমিটির তালিকা প্রকাশ করলে কমিটির পাঁচজন যুগ্ম আহ্বায়কসহ একটি পক্ষ কমিটি বাতিলের দাবি জানায়। তারা বিষয়টি কেন্দ্রীয় নেতাদের ও জেলা বিএনপির নেতাদের অবগত করেন।
কমিটির যুগ্ম আহ্বায়ক আফজাল খান বলেন, “তৃণমূলের নিবেদিত নেতাদের বাদ দিয়ে বয়স্ক ও অছাত্রদের দিয়ে কমিটি করা হয়েছে। যার কারণে আমরা সবাই ওই কমিটি প্রত্যাখ্যান করেছি। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে সড়ক অবরোধ ও অনশনের মতো কর্মসূচি দেওয়া হবে।”