Published : 04 Feb 2025, 07:06 PM
ঢাকার সাভারে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ঘটেছে। ডাকাতরা বাড়ির গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
সোমবার রাতে উপজেলার রাজফুলবাড়িয়া এলাকার প্রবাসী এমদাদুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।
তবে পুলিশের দাবি এটি ডাকাতি নয় চুরির ঘটনা।
এমদাদুল হকের স্ত্রী রোমানা আফরোজ বলেন, রাত আনুমানিক ৩টার দিকে সাত থেকে আট সদস্যের একটি দল বাড়ির দুইতলার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা দুই সন্তানসহ তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে একটি কক্ষে আটকে রাখে।
“পরে ডাকাতরা ঘরের আলমিরা ভেঙ্গে আট লাখ টাকা এবং পাঁচ ভরি স্বর্ণের গহনা লুট করে। প্রায় এক ঘণ্টা অবস্থানকালে ডাকাতরা বাড়ির চারটি কক্ষ তছনছ করে চলে গেছে।”
ওসি জুয়েল মিঞা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এটা চুরির ঘটনা।