Published : 10 Nov 2024, 03:27 PM
নেত্রকোণার মোহনগঞ্জে এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্র, জাল টাকা জব্দ করেছে যৌথবাহিনী। এ সময় আটক করা হয়েছে দুই নারীকে।
শনিবার রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত দুই ঘণ্টা ব্যাপী অভিযানে পৌর শহরের কাজিয়াটি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান।
আটকরা হলেন, শিউলী (৪০) ও তার ছেলে ফয়সালের স্ত্রী মদিনা আকন্দ (১৮)। শিউলী কাজিয়াটি গ্রামের আহমদ আলীর মেয়ে। আর মদিনার বাবা একই গ্রামের ছাবেত আকন্দ।
মোহনগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদী বলেন, কাজিয়াটি গ্রামের মাদক ব্যবসায়ী ফয়সালকে আটক করার জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু টের পেয়ে ফয়সাল পালিয়ে যায়।
পরে ওই বাড়িতে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে পাঁচটি চাকু, চারটি চাইনিজ কুড়াল, চারটি রামদা, তিনটি চাপাতি, তিনটি ছুরি জব্দ করা হয়।
এছাড়া ১৬টি মোবাইল, চারটি সিম, ২ হাজার টাকার জাল নোট ও নগদ ৩০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। এসময় বাড়ি থেকে আটক করা হয় দুই নারীকে।
তিনি আরও বলেন, আটকদের জব্দ করা সামগ্রীসহ মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
পরিদর্শক শফিকুজ্জামান বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও জাল টাকার মামলা করা হয়েছে এবং রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।