Published : 16 May 2025, 11:43 AM
ছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে।
দীর্ঘদিন পর কমিটি গঠনের খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এছাড়া রাকিবের ব্যক্তিগত ভেরিফায়েড ফেইসবুক আইডিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ১১ সদস্যের কমিটিতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি এবং মো. রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আরাফাত রহমান জিম, সহ-সভাপতি শাহীন আহমেদ, হাসিবুল হাসান, আব্দুল্লাহ আল মাসুদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রুমান, মো. রোকনুজ্জামান রোকন সরকার, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন ও দপ্তর সম্পাদক সজীব মিয়া।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, “দীর্ঘদিন পর নতুন কমিটি হয়েছে। সেই কমিটিতে আমাকে সভাপতি করায় আমি কৃতজ্ঞ হাইকমান্ডের প্রতি। এখন নেতাকর্মীরা আরও চাঙ্গা হয়ে কাজ করবে।”
ময়মনসিংহ মহানগর কমিটির নেতারা হলেন, সভাপতি গোবিন্দ রায়, সিনিয়র সহ-সভাপতি মুরতাজা হোসাইন, সহ-সভাপতি মো. রিপন মিয়া, ফজলে রাব্বি, মাহামুদুল হাসান অপু, সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জাকিরুল হক তোহা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, ইমন চৌধুরী শামীম, সাংগঠনিক সম্পাদক সাদ আকন্দ সাব্বির ও প্রচার সম্পাদক সৈয়দ সেফাত ফারুকী আনান।
উত্তর জেলার নবগঠিত কমিটির নেতারা হলেন- সভাপতি নূরুজ্জামান সোহেল, সিনিয়র সহ-সভাপতি নাইমুর আরেফিন পাপন, সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মাসুদ আলম (মাসুদুল আলম মাসুদ), নাদিম সারোয়ার টিটু, সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা মনোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সরকার শাওন, রাসেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম রুবেল ও দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার।
আনন্দ মোহন সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটির সভাপতি হয়েছেন হুজ্জাতুল খান মুন।
বাকি সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি নাসিফুল হাসান মৃধা, সহ-সভাপতি তৌহিদ জামান বিজয়, সাধারণ সম্পাদক মোস্তাক সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক নাদিম আহমেদ মারুফ, সাংগঠনিক সম্পাদক তানজিল তালুকদার, দপ্তর সম্পাদক নাইমুল হাসান বাধন (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) ও প্রচার সম্পাদক ইমি আক্তার দোলা।
একই সঙ্গে গঠন করা হয়েছে কোতোয়ালি থানা ছাত্রদলের কমিটি। এই কমিটির নেতারা হলেন, সভাপতি আরিফ রাব্বানী, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান পারভেজ, সাধারণ সম্পাদক সাজিদ হাসান, সিনিয়র যুগ্ম-সম্পাদক অরূপ মজুমদার সিজার।
আগামী ২১ দিন থেকে এক মাসের মধ্যে আংশিক ঘোষিত এসব কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।