Published : 03 Jun 2024, 12:29 AM
বরিশালের বানারীপাড়া উপজেলায় খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে উপজেলার ইলুহার গ্রামের খালে কচুরিপানার মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান বানারীপাড়া থানার ওসি মো. মাইনুল ইসলাম।
ইলুহার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় এক লোক গ্রামের বিহারী লাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনের খালে দুপুরে লাশটি দেখতে পান। তিনি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশটি কোথা এসেছে কেউ বলতে পারে না।”
ওসি মাইনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ গলিত হওয়ায় কোনো কিছু বোঝা যাচ্ছে না। এমনকি বয়সও ধারণা করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, সোমবার লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলতে পারবো।