Published : 02 Oct 2024, 06:55 PM
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে চার বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
বুধবার ভোররাতে উপজেলার চান্দেরহাট সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান চান্দেরহাট বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মামুনুর রশিদ।
আটকরা হলেন- দিনাজপুরের বোচাগঞ্জ থানার রামপুর গ্রামের পবনের ছেলে নিশিত (৩৫), বিরল উপজেলার কাশিডাঙ্গা গ্রামের প্রয়াত গোপাল মোহন্তের ছেলে রিন্টু মোহন্ত (৪০), পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের প্রয়াত আব্দুল আজিজের ছেলে ওবায়দুর রহমান (৫৫) এবং ইন্দ্রেইল গ্রামের শামসুদ্দিনের ছেলে অবায়দুর (৩৫)।
নায়েক সুবেদার মামুনুর রশিদ বলেন, ভোররাতে দিনাজপুরের ৪২ বিজিবির অধীনে নিয়ন্ত্রিত সীমান্তের ৩৩৩ এর ৩ এস পিলার এলাকা দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে প্রবেশ করছিলেন।
এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দিয়ে আটক করেন; যারা বাংলাদেশি নাগরিক বলে জানান তিনি।
পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম বলেন, দুপুরে ওই চারজনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। সেইসঙ্গে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।