Published : 15 Dec 2024, 03:42 PM
গোপালগঞ্জে ট্রাক গাছে ধাক্কা খাওয়ার পর চালকের প্রাণ গেছে। এছাড়া মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরও একজনের প্রাণ গেছে।
রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া ও গোপালগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো. রোমান মোল্যা ও গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বাসিন্দা ট্রাকের চালক মাহবুর মোল্যা এবং গোপালগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া এলাকায় রহমত শেখ (৩০)।
এসআই রোমার বলেন, “চট্টগ্রাম থেকে পণ্যবাহী একটি ট্রাক খুলনা যাচ্ছিল। পথে মাজড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে গাছের সঙ্গে জোরে ধাক্কা খায়।
“এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মাহবুর মোল্যা মারা যান।”
গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান বলেন, “মিয়াপাড়া এলাকায় মোবাইল ফোন চার্জ করতে গিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক আহত হন রহমত শেখ।
“পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমতকে মৃত ঘোষণা করেন।”