Published : 31 May 2025, 08:40 PM
জামালপুরের ইসলামপুর উপজেলায় অতিদরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিডির ৬০৩ বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
শুক্রবার রাতে উপজেলা সদর ইউনিয়নের কাচিহারা মধ্যপাড়া গ্রামে এক বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানান ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ।
এ সময় সেনাবাহিনীর ক্যাপ্টেন আহসান এবং ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজুওয়ান ইফতেকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্যাপ্টেন আহসান সাংবাদিকদের বলেন, গোপন খবর পেয়ে ওই গ্রামের আজগর আলীর ছেলে আনোয়ার হোসেনের বসতবাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যান।
পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০ কেজি করে ৬০৩ বস্তা চাল জব্দ করা হয়। চালগুলো থানা হেফাজতে রয়েছে।
ব্যবসায়ী আনোয়ার হোসেন চালগুলো অবৈধভাবে মজুদ করেছিলেন বলে জানায় পুলিশ।
এ বিষয়ে ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি।
অবৈধভাবে চাল মজুতকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি সাইফুল্লাহ সাইফ।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান সাংবাদিকদের বলেন, যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।