Published : 12 Nov 2024, 05:51 PM
জয়পুরহাটে হাসান নামে এক মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে আদালত পুলিশের পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান।
দণ্ডিতরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার রশিদপুর আখিয়াপুকুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে শামীম, আব্দুল খালেকের ছেলে একরামুল হক ও বিনধারা গ্রামের ফারুক চৌধুরীর ছেলে মাখন চৌধুরী।
সাজার পাশাপাশি তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরও দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে বলা হয়, পাঁচবিবি উপজেলার পবাহার গ্রামের আবু বক্করের ছেলে হাসান বগুড়ায় মেসে থেকে একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। একটি মোবাইল ফোন নিয়ে আসামিরদের সঙ্গে তার বিরোধ চলছিল। ঈদে সে বাড়ি গেলে ২০১১ সালের ৯ নভেম্বর আসামিরা তাকে মারধরের চেষ্টা করা হয়। সে সময় হাসান পালিয়ে প্রাণ বাঁচান।
পরে সেইদিন রাতের কোনো এক সময় আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার চালায়। পরদিন সকালে ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বোন মুনিরা বেগম বাদী হয়ে ২০১২ সালের ৮ জানুয়ারি মামলা দায়ের করেন বলে আদালত পুলিশের পরিদর্শক আবু বকর জানান।