Published : 15 May 2025, 12:25 PM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে জেলের জালে সাত কেজি ওজনের চিতল মাছ ধরা পড়েছে। মাছটি ৬ হাজার তিনশ টাকায় কিনেছেন এক আড়তদার।
বৃহস্পতিবার ভোর ৩টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর থেকে হরিনা ঘাটের মাঝামাঝি এলাকায় মহেশ রাজবংশীর জালে মাছটি ধরা পড়ে বলে আন্ধারমানিক আড়তের আড়তদার সুরেশ রাজবংশী জানান।
মহেশ রাজবংশী বলেন, “বুধবার রাতে আমিসহ নয় জন জেলে ‘বেড় জাল’ দিয়ে পদ্মায় মাছ ধরতে যাই। গভীর রাতে জালে কোনো বড় মাছ আটকা পড়েছে টের পাই। জাল তুলতেই চিতল মাছটি দেখতে পাই।
“পরে আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে সুরেশ রাজবংশীর খোলায় মাছটি ৬ হাজার তিনশ টাকায় বিক্রি করি। মাছটির ওজন প্রায় সাত কেজি।”
আড়তদার সুরেশ রাজবংশীর ছেলে হৃদয় রাজবংশী বলেন, “আমরা মাছটি ৬ হাজার তিনশ টাকায় কিনে নিয়েছি। দুই কেজির ওজনের চিতলের দামই ২ হাজার ৫০০ পর্যন্ত ওঠে। সাত কেজির চিতল মাছটি অন্তত নয় হাজার টাকা বিক্রি হওয়ার কথা ছিল। আড়তে ঢাকার পাইকার কম এসেছে। তাই হাঁকডাকে মাছটির দাম কম উঠেছে।”
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো নুরুল ইকরাম বলেন, “পদ্মায় মাঝে মধ্যে বড় বড় কাতল, পাঙাশ, আইড় ও বোয়াল মাছ ধরা পড়ে। চিতল মাছ ধরা পড়ার তথ্য সাংবাদিকদের কাছ থেকেই শুনলাম।”