Published : 20 Jun 2025, 11:12 AM
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে।
এতে ইন্দুরকানীর সঙ্গে বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকার আঞ্চলিক সড়কের যান চলাচল বন্ধ রয়েছে।
ইন্দুরকানীর চণ্ডিপুর ইউনিয়নের মালবাড়ি এলাকায় বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে পিরোজপুরের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, কয়লা বোঝাই ট্রাকটি স্টিলের বেইলি সেতু পার হতে গেলে ‘অতিরিক্ত ভারে’ ভেঙে পড়ে। তখন ট্রাকসহ সেতু ভেঙে খালের মধ্যে পড়ে যায়।
তাদের অভিযোগ, সেতুটি ‘ঝুঁকিপূর্ণ’ ছিল এবং ধারণ ক্ষমতা ছিলো সর্বোচ্চ পাঁচ টন। কিন্তু দীর্ঘ দিন ধরে অতিরিক্ত মালমাল বোঝাই ট্রাক এর ওপর দিয়ে যাতায়াত করছিল। যার ফলে এ ঘটনা ঘটেছে।
ট্রাকটিতে প্রায় ৩০ টন কয়লা রয়েছে বলে স্থানীয়দের ধারণা।
পিরোজপুরের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলছেন, “ঘটনা শুনেই আমরা সেখানে আমাদের লোক পাঠিয়েছি। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”