Published : 13 Jun 2025, 11:37 AM
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় বৈদ্যুতিক চার্জে লাগোনো একটি অটোরিকশা স্পর্শ করার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশি গ্রামে এ ঘটনা ঘটে বলে নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান।
মৃত সালমান ফারসি ওই গ্রামের ইলিয়াস হোসাইনের ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
ওসি বলেন, “বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে প্রতিবেশী চাচার বাড়িতে কয়েকজন শিশুর সঙ্গে লুকোচুরি খেলছিল সালমান।
এক পর্যায়ে ওই বাড়ির একটি ঘরে লুকাতে গিয়ে চার্জে বসানো অটোরিকশায় হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।