Published : 02 Dec 2015, 01:38 PM
দলের জেলা নেতারা বুধবার একথা জানান।
আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শরীয়তপুর পৌরসভায় মো. রফিকুল ইসলাম কোতোয়াল, জাজিরায় মো. ইউনুছ বেপারী, নড়িয়ায় বর্তমান মেয়র মো. হায়দার আলী, ভেদরগঞ্জে বর্তমান মেয়র আব্দুল মান্নান হাওলাদার ও ডামুড্যায় বর্তমান মেয়র হুমায়ুন কবীর বাচ্চু ছৈয়াল।
বিএনপিতে মনোনয়ন পাওয়া পাঁচজন
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, কেন্দ্রীয়ভাবে পাঁচ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, পাঁচ পৌরসভায় দলীয় প্রতীকে নির্বাচন করার জন্য মেয়র পদে পাঁচজনকে মনোনীত করা হয়েছে।