Published : 06 Dec 2015, 05:09 PM
রোববার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মৌন মিছিল বের হয়।
গত বুধবার সকালে কর্মস্থল মনাষ বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী মায়া রানী সরকার নয়জনকে আসামি করে বারহাট্টা থানায় মামলা করেন। বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সদস্য ফুয়াদ হাসান বাবুল ও কালাচানসহ কয়েকজন অর্জুনকে কুপিয়ে হত্যা করেন বলে তার অভিযোগ।
এরপর নেত্রকোণা জেলার ১০টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নামেন।
পরে তারা জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী ও জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদারের কাছে তাদের দাবি জানিয়ে স্মারকলিপি দেন।
অন্যদের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মমতাজ মহল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিক, শিক্ষক সাইদুর রহমান এ কর্মসূচিতে অংশ নেন।
পুলিশ এই মামলার প্রধান আসামি কালাচানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।