Published : 30 Dec 2015, 10:25 PM
শরীয়তপুর সদর
রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, আওয়ামী লীগের প্রার্থী মো. রফিকুল ইসলাম কোতোয়াল (নৌকা প্রতীকে) ১৬ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সরদার একেএম নাসির উদ্দিন কালু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮১৬ ভোট।
শরীয়তপুর পৌরসভায় ১৮টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭ টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। দক্ষিণ আটং ৬ নং ভোট কেন্দ্রে অনিয়মের কারণে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কামরুজ্জামান নামের একজন এসআই মারাত্মক আহত হয়েছেন। আহত পুলিশ অফিসারকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। পরে প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ বন্ধ করে দেয়।
নড়িয়া
রিটার্নিং কর্মকর্তা শেখ জালাল আহমেদ জানান, এই পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী হায়দার আলী বর্তমান মেয়র (নৌকা প্রতীকে) ৫ হাজার ৮৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। হায়দার আলী তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হলেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলাম বাবু রাড়ী (নারিকেল গাছ) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৩৬ ভোট।
ডামুড্যা
রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ জানিয়েছেন, এ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র হুমায়ুন কবীর বাচ্চু ছৈয়াল (নৌকা প্রতীকে) ৪ হাজার ৯৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আলমগীর হোসেন মাদবর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬ ভোট।
জাজিরা
রিটার্নিং কর্মকর্তা আবদুল কাদের জানান, এখানে আওয়ামী লীগের প্রার্থী মো. ইউনুছ বেপারী (নৌকা প্রতীকে) ৩ হাজার ৮৩৩ ভোট বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদন্দী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান মাদবর (মোবাইল ফোন) প্রতীকে পেয়েছেন ২হাজার ৮শ ভোট।
ভেদরগঞ্জ
রিটার্নিং কর্মকর্তা হারুনুর রশিদ জানিয়েছেন, আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুল মান্নান হাওলাদার (নৌকা প্রতীকে) ৩ হাজার ৩৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
আব্দুল মান্নান হাওলাদার দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হলেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোস্তাফিজ মোস্তফ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৭১ ভোট।
৫টি পৌরসভায় ৫৪টি ভোট কেন্দের মধ্যে ১টি ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে। বাকী সবকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।