Published : 01 Jan 2016, 10:54 PM
কিন্তু বিদ্যালয়ে পৌঁছার আগেই অটোবাইকচাপায় তার মৃত্যু হয়েছে।
কনেশ্বর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের শাহিন সরদারের মেয়ে সোহানা আকতার (৭) ছাতয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
শুক্রবার সকালে শরীয়তপুর-গোসাইরহাট সড়কের ছাতিয়ানী ব্রিজে এলাকায় অটোরিকশা চাপায় তার মৃত্যু হয়।
এ সংবাদে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশু সোহানার বাড়িতে চলছে শোকের মাতম।
ডামুড্যা থানার ওসি আশ্রাফুল আমিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোবাইক আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এখনও মামলা হয়নি।
সোহানার মা কাকলী বেগম বলেন, “আমার মেয়ে নুতন বই আনতে স্কুলে যাচ্ছিল। অটোবাইক চাপা দিয়ে আমার মেয়েকে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।”