Published : 11 Jan 2016, 10:57 AM
সোমবার কলাপাড়া উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানিয়েছেন।
রোববার সন্ধ্যায় কলাপাড়ায় আন্ধারমানিক নদীর ফেরিতে ওঠার সময় ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই ট্রলারের ওপর পড়লে দুটি যানই পানিতে তলিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ট্রলারযাত্রী আইনজীবী তপন কুমার ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রলিটি হঠাৎ ট্রলারের ওপর এসে পড়লে ৩৫-৪০ জন যাত্রী নিয়ে ট্রলারটি তলিয়ে যায়। আমিসহ কয়েকজন সাঁতরে তীরে উঠতে পেরেছি।”
তিনি বলেন, “সামিয়া (৬), নিশাত (১০) ও নিজাম মিয়া (৩৮) নামে তিনজন নিঁখোজ রয়েছেন বলে তাদের স্বজনরা দাবি করেছেন। তবে ডুবে যাওয়াদের বেশিরভাগই সাঁতরে কূলে উঠে গেছে।”
এদিকে, ট্রলারে থাকা পাঁচটি মোটরসাইকেলের মধ্যে সোমবার সকাল পর্যন্ত চারটি উদ্ধার করা হয়েছে বলে কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান জানান।
স্থানীয়দের সহায়তায় পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।