Published : 24 Feb 2016, 10:31 AM
নিহত মান্নান গাজী (৪০) উপজেলার লতাচাপলী ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের মাইটভাঙা গ্রামের মো. খালেক গাজীর ছেলে।
বুধবার সকালে উপজেলার আলীপুর বাজারের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মনিরুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নিহত মান্নান আলীপুর বাজারে তেলের ব্যবসা করতেন।
“সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বাজারের বরফকলের সামনে থেকে তার লাশ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাতে দোকান থেকে ফেরার পথে তার ওপর হামলা হয়।”
মান্নানের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে এসআই মনিরুল জানান।