Published : 09 Apr 2016, 01:39 PM
পালং মডেল থানার ওসি খলিলুল রহমার জানান, শনিবার সকালে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে ঋষিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত মো. আবদুল্লাহ আল হাবীব ডামুড্যা উপজেলায় সহকারী জজ হিসেবে কর্মরত। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ওসি বলেন, ঋষিপাড়া এলাকায় বিপরীত থেকে আসা একটি অটোরিকশাকে কাটাতে গিয়ে বিচারকের গাড়িটি পাশের এয়ারটেল ডিস্টিবিউটর অফিসে দোকানে ঢুকে যায়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে তিনি আহত হন।
এ এয়ারটেলের ডিস্ট্রিবিউটর কার্যালয়টিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
এয়ারটেলের শরীয়তপুরের ডিস্টিবিউটর মো. মোশারফ হোসেন শামীম বলেন, সকালে ওই বিচারক তার সবুজ রংয়ের প্রাইভেটকার চালিয়ে শরীয়তপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে কাটাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারালে গাড়িটি অফিসের দেয়াল ও সাটার ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে।
এ বিষয়ে আবদুল্লাহ আল হাবীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অসুস্থ্। পরে ফোন করুন।”