Published : 24 Apr 2016, 12:26 AM
সরকারি কর্মকর্তার জানিয়েছে, এ সময় সরকারি চারটি গাড়িতে আগুন দেওয়া হয়। সংঘর্ষে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধও হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গোনার পর সেখানেই ফল ঘোষণা না করায় সংঘর্ষের সূত্রপাত হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন জানান।
অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংঘর্ষের সময় উত্তেজিত জনতা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেনের গাড়ি এবং পুলিশের তিনটি গাড়িতে আগুন দেয়।
“এ সময় এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়।”
অপরদিকে পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও অর্ধশতাধিক রাউন্ড টিয়ারশেল ছুড়লে অন্তত ২০ জন আহত হন বলে জানান ভোলাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন টিটো।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারিতালুক কেন্দ্রে ভোট গোনা শেষ হলেও রহস্যজনক কারণে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মনিরুজ্জামান তা গোপন করেন।
“অন্য সব কেন্দ্রের ফল ঘোষণা করা হলেও এ কেন্দ্রে ঘোষণা না করায় স্থানীয় সদস্য প্রার্থী ও তাদের সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে প্রিজাইডিং কর্মকর্তাসহ প্রশাসনের লোকজনকে অবরুদ্ধ করে রাখে।”
তবে পরে আরও গ্রামবাসী জড়ো হয়ে ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ ও বিজিবি সদস্যদের অবরুদ্ধ করে রাখে এবং আঞ্চলিক সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করে বলে টিটো জানান।
এ সময় পুলিশ শটগানের অর্ধশতাধিক রাউন্ড গুলির পাশাপাশি আরও অর্ধশতাধিক রাউন্ড টিয়ারশেল ছুড়লে উত্তেজিত জনতা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেনের গাড়িতে আগুন দেয় বলেও তিনি জানান।
“এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়। তাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।”
ম্যাজিস্ট্রেট জাকারিয়া বলেন, “স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীর লোকজন এ ধরনের ঘটনা ঘটিয়েছে। গ্রামবাসীর হামলায় পুলিশ সদস্যরাও আহত হয়েছে।”
রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, রাত ১০টার দিকে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে।