Published : 07 May 2016, 02:00 PM
শনিবার ভোট শুরুর পর পরই রামদি ইউনিয়নের খালখাড়া কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলো ১২টার দিকে ছয়সুতী ইউনিয়নের কলাকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয় বলে জানান সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা।
খালখাড়া কোনাপাড়া কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল বারী সিদ্দিকী বলেন, ভোট শুরুর কিছুক্ষণ পরই জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী মো. আলাল উদ্দিনের সমর্থকদের সঙ্গে বিএনপির বিদ্রোহী প্রার্থী শামসুল আলম কেনুর সমর্থকরা সংঘর্ষে শুরু হয়।
“এ সময় পাঁচশ ব্যালটসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি লুট হয়। লুট হওয়া ব্যালট বই উদ্ধার করা সম্ভব না হওয়ায় সকাল সাড়ে ১০টার দিকে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।”
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ র্যাব ও বিজিবির দুটি স্টাইকিং ফোর্স কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
এদিকে দুপুর ১২টার দিকে ছয়সুতী কলাকপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে সাড়ে পাঁচশ ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়াও হয়।
প্রিজাইডিং কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, ব্যালট ছিনতাইসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।