Published : 12 May 2016, 06:37 PM
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ইসলামপুরের মাস্টারবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো কলাপাড়ার নীলগঞ্জ এলাকার রাজ্জাক খানের ছেলে সানি খান (১৬), ফজলু হাওলাদারের ছেলে হুমায়ুন কবির (২২) এবং আবুল মুন্সীর ছেলে শাকিল মুন্সি (১৮)।
কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘নিউ সুগন্ধা’ নামের একটি বাস বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছিল।
“কলাপাড়ার শেখ কামাল সেতুর দক্ষিণ পাশে ইসলামপুর মাস্টার বাড়ি সংলগ্ন সড়কে শাখা রাস্তা থেকে মহাসড়কে উঠে আসা মোটরসাইকেল চালক সানি নিয়ন্ত্রণ হারিয়ে অপর দুই বন্ধুকে নিয়ে ওই বাসের নিচে চাপা পড়ে।”
ঘটনাস্থলে দুজন এবং কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয় বলে জানান ওসি।
দুর্ঘটনা কবলিত বাসটি আটক করেছে পুলিশ। তবে বাসের চালক ও তার সহকারী পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।