Published : 27 Jul 2016, 01:59 PM
বুধবার সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা অভিযানে পুলিশ, আর্মড পুলিশ, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও র্যাবের দুই শতাধিক সদস্য অংশ নেন।
আটকরা হলেন- মাওলানা মজিবর (৪৫), নুরুল ইসলাম (৩০), ফরহাদ হোসেন (২০), রাজিব হাসান (২২) ও শহিদ খান (২৫)।
মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, চরাঞ্চলগুলোতে জঙ্গিদের আনাগোনা রয়েছে। পুলিশের গোয়েন্দা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়ার পর হরিরামপুরে পদ্মার চরে জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
“সকাল ৬টায় যৌথ বাহিনীর দুই শতাধিক সদস্য চারটি ভাগে বিভক্ত হয়ে উপজেলার আজিমনগর, ধূলসুড়া, সূতালড়ি ও লেছড়াগঞ্জ ইউনিয়নের কয়েকটি চরে অভিযান চালানো হয়।”
জঙ্গি সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান বলেন, লেছড়াগঞ্জ এলাকা থেকে তিনটি হাতবোমা ও দুইটি ছুরি উদ্ধার করা হয়েছে।
“বিকাল ৪টায় অভিযান শেষে আটকদের নিয়ে মানিকগঞ্জ জেলা ডিবি কার্যালয়ের নেওয়া হবে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।”
এর আগে মঙ্গলবার দৌলতপুরের বাঘুটিয়া, বাঁচামরা, চরকাটারি ও জিয়নপুর ইউনিয়নে যমুনার কয়েকটি চরে একই ধরনের অভিযানে এক চিহ্নিত ডাকাত ও সন্দেহভাজন চার জঙ্গি আটক করা হয়।
তারও আগে ১৮ জুলাই বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এবং ১৮-১৯ ও ২২ জুলাই গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দুই দফায় অভিযান চালানো হয়। সেখানেও কোনো জঙ্গি আস্তানার খোঁজ মেলেনি।