Published : 29 Aug 2016, 08:26 PM
সোমবার সন্ধ্যায় ঋষিপাড়া থেকে কঙ্কালটি উদ্ধার করা হয় বলে সিঙ্গাইর থানার ওসি সৈয়দুজ্জামান জানান।
ওসি সৈয়দুজ্জামান জানান, বিকালে ঋষিপাড়ার এক কৃষক নিজের জমিতে পাট কাটছিলেন। এ সময় জমিতে মানুষের একটি কঙ্কাল দেখতে পেয়ে তিনি আশপাশের লোকজনকে জানান।
“খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ওই কঙ্কাল উদ্ধার করে। পরে তা মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।”
এ ঘটনায় থানায় একটি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। কঙ্কালটি পুরুষ না, নারীর তা নিশ্চিত হওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার আগে পরিচয় নিশ্চিত করা যাবে না বলে জানান তিনি।