Published : 10 Oct 2016, 09:06 PM
সোমবার বিকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া পূজা মণ্ডপে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সুপার জিহাদুল কবির জানান।
আহতদের মধ্যে দিপু ও পারুল রাণীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি, তারা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
এসপি কবির বলেন, আলোকদিয়া পূজা মণ্ডপের পাশের পুকুরের ওপর বাঁশ ও কাঠ দিয়ে তৈরি মঞ্চে ২০১টি প্রতিমা ছিল। সেখান বিকাল থেকে অসংখ্য দর্শনার্থী ভীড় করেছিল। এক পর্যায়ে মঞ্চটির এক পাশ ভেঙ্গে পুকুরে পড়ে পাঁচজন আহত হয়।
ঘটনার পরপর র্যাব-৮ ও ফায়ার সার্ভিসের কর্মীর স্থানীয়দের নিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।
প্রদর্শনী মঞ্চটি দর্শনার্থীদের নিরাপত্তার জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে পাশের মন্দিরে স্বাভাবিকভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে, বলেন এ পুলিশ কর্মকর্তা ।