Published : 01 Nov 2016, 05:50 PM
মঙ্গলবার সন্ধ্যায় রাজনগর ইউনিয়নের দক্ষিণ বাঁশেরহুলা গ্রামের সিদেলখালি খালে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের লাশ পাওয়া যায়।
তার পরনে ফুল প্যান্ট ও হাফ শার্ট রয়েছে। তার গায়ের রং ফর্সা।
রামপাল থানার এসআই মো. আশরাফ উদ্দিন আহমেদ বলেন, স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তার দুই হাত, দুই পা ও কোমর রশি দিয়ে বাঁধা ছিল।
“লাশ পচে গন্ধ ছড়াচ্ছে। অন্তত তিন থেকে চারদিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।