Published : 13 Nov 2016, 06:40 PM
রোববার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মীর মশাররফ স্মৃতি কমপ্লেক্স চত্বরে এ অনুষ্ঠান হয়।
সকালে জেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
বাংলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত দুই পর্বের এ আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দা নওশীন ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফকীর আব্দুর রশীদ সভাপতিত্ব করেন।
বাংলা একাডেমির সচিব মোহম্মদ আনোয়ার হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এম আলিম মূল প্রবন্ধ পাঠ করেন।
আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম, বাংলা বিভাগের রফিকুল্লাহ খান, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মীর মশাররফ হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তী, ভবেন্দ্র নাথ বিশ্বাস, আমিনুল হক ও গোলাম মোস্তফা।
ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেনের জন্ম ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়ায়। ১৯১২ সালে মৃত্যুর পর তাকে পদমদীতে সমাহিত করা হয়।