Published : 12 Feb 2017, 07:44 PM
রোববার সন্ধ্যায় উপজেলার ব্যস্তপুর-মওতালা গ্রামে হাবিবুর রহমানের (৪২) লাশ পাওয়া যায় বলে জানান কলমাকান্দা মডেল থানার ওসি আবু বকর ছিদ্দিক।
হাবিবুর ওই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
ওসি জানান, ভারতের মেঘালয় সীমান্ত ঘেষা কলমাকান্দা উপজেলায় ভারতীয় তীর কাউন্টার নামে জুয়া খেলা চলছে। তা নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালাচ্ছে।
“এরই অংশ হিসেবে দুপুরে ব্যস্তপুর-মওতালা গ্রামের এক বাড়িতে পুলিশ অভিযান চালালে খেলারত অবস্থায় ৭/৮ জন জুয়াড়ি পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়।”
তিনি বলেন, “পরে সন্ধ্যার দিকে গ্রামের মহাদেও নদীর তীরে হাবিবুরকে মৃত অবস্থায় পাওয়া যায়। গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহেরা খাতুন জানিয়েছেন পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় তার মৃত্যু হয়েছে।”
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।