Published : 29 Mar 2017, 06:34 PM
কোস্টগার্ডের জ্যেষ্ঠ প্রধান পেটি অফিসার আবু তালেব জানান, বুধবার উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
তিনি বলেন, খুলনা সিটি করপোরেশনের রূপসা পাইকারী মৎস্য বাজারের সামনে কয়েকটি ট্রাকে অভিযান চালিয়ে প্লাস্টিকের কার্টন ভরতি ৫০ মণ জাটকা উদ্ধার করা হয়।
তবে এ সময় ট্রাকে কাউকে পাওয়া যায়নি। পরে জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান আবু তালেব।