Published : 14 May 2017, 09:38 PM
সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাট সদর রেঞ্জ কর্মকর্তা মো. শমসের আলী বলেন, রোববার উপজেলার বারুইপাড়া গ্রামের মহব্বত আলীর বাগানে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়।
“গোপন সংবাদে ওই বাগানের ভেতরে পলিথিন ব্যাগে বরফ দেওয়া অবস্থায় হরিণের চারটি মাথা ও ৮৫ কেজি মাংস উদ্ধার করা হয়। একই সময়ে পাশের একটি খাল থেকে দুটি নৌকা জব্দ করা হয়।”
তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এ বন কর্মকর্তা।