Published : 30 Jul 2017, 08:07 PM
রোববার উপজেলার হামিদপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে বলে ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম ।
মৃতরা হলেন ওই ইউনিয়নের খলিরপুর সরদার পাড়ার আবু সৈয়দের স্ত্রী সহিদা খাতুন (৩২) ও খলিরপুর বালাপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে মোহাম্মদ হেলাল (৩০)।
চেয়ারম্যান সাদেকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বৃষ্টির সহিদা বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যায়।
“এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় আর আহত পাওয়ার টিলার দিয়ে জমি চাষরত হেলাল। পরে পার্বতীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
ওই বজ্রপাতে গৃহবধূ সাহিদার নয়টি গরু মারা গেছে বলে জানান তিনি।