Published : 19 Sep 2017, 09:20 PM
মঙ্গলবার উপজেলার গোপালপুর বাজারে এ অভিযান চালানো হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোর্তুজা খান জানান।
দণ্ডিত চান্দু মিয়া (৬৫) উপজেলার গোপালপুর পৌর এলাকার আজিমুদ্দিনের ছেলে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে লালপুরের গোপালপুর বাজারে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোর্তুজা খান।
“অভিযানে বিভিন্ন জনের সাতটি গুদামে রাখা চান্দু মিয়ার ১১৫ মেট্রিক টন চালের সন্ধান পাওয়া যায়। অথচ তার মাত্র ১৫ মেট্রিক টন চাল মজুদ রাখার অনুমতি আছে।
“পরে অবৈধ মজুদের ১০০ মেট্রিক টন চাল জব্দ ও গুদাম সাতটি বন্ধ করে দেওয়া হয়। অবৈধভাবে চাল মজুদ রাখায় চান্দু মিয়াকে এক বছরের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোর্তুজা ।”
বিকালে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল।
এ সময় র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার শেখ আনোয়ার হোসেন, জেলা বাজার মনিটরিং কর্মকর্তা নূর মোমেন, জেলা কনজুমারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রইস উদ্দিন উপস্থিত ছিলেন।
এদিকে মূল্যতালিকা না থাকায় গাজীপুর সদর উপজেলার তিনটি চাল দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।